৪৩ ইঞ্চির নতুন স্মার্ট মনিটর আনলো স্যামসাং

২৫ মে, ২০২১ ০১:৪৬  
গত বছর সর্বোচ্চ ২৭ ও ৩২ ইঞ্চি মডেলের দুটি অল-ইন-ওয়ান মনিটর বাজারে এসেছিলো স্যামসাং। আবার নতুন দুই মডেল উন্মোচনের মাধ্যমে সাশ্রয়ী ও দামি উভয় দিকেই বাজার সম্প্রসারণের পথে এগিয়ে গেলো কোম্পানিটি। খবর এনগ্যাজেট। সোমবার ৪৩ ইঞ্চির ফোরকে এম৭ এবং ২৪ ইঞ্চির ১০৮০পিক্সেল এম৫ মনিটর উন্মোচন করে স্যামসাং। মডেল দুটি বিনোদন এবং প্রোডাক্টিভিটি উভয় দিক বিবেচনায় তৈরি করা হয়েছে। স্যামসাংয়ের টাইজেন অপারেটিং সিস্টেমচালিত ও স্মার্ট টেলিভিশনের ফাংশন সম্বলিত মনিটরটিতে বিল্ট-ইন-স্পিকার রয়েছে। ফলে কম্পিউটারের সাথে সংযোগ ছাড়াই এতে নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং অ্যাপস ব্যবহার করা যাবে। এছাড়া ডেস্কের মাধ্যমে গ্যালাক্সি স্মার্টফোনের সাথে সংযোগ ঘটানো যাবে। যার মাধ্যমে স্মার্টফোনটিতে ডেস্কটপ কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। এম৭ মডেলটিতে সৌরবিদ্যুৎচালিত রিমোট, উভয় মডেলেই অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট ও বিক্সবি ভয়েস কন্ট্রোল সুবিধা রয়েছে। ডিবিটেক/বিএমটি